Sunday, May 5, 2024
39 C
Rajshahi
spot_img
হোমলাইফস্টাইলমন খারাপের দেশে -ফাহমিদা জুঁই

মন খারাপের দেশে -ফাহমিদা জুঁই

মন খারাপের দেশে -ফাহমিদা জুঁই

মানুষ একটা সময় পর খুব পর হয়ে যায়। তখন সে ডুব দেয় এক অচিন শহরে, সেখানে থাকে শুধু নিরবতা আর এক প্রকার মানুষিক যন্ত্রনা। আমরা আমাদের চারপাশে যত আপনজন বা শুভাকাঙ্ক্ষীদের দেখি বা উপলব্ধি করি সেটা আসলে একটি মায়াজাল। একটা সময় পর সেটি কেটে যায় আর ঠিক তখনই আমরা বুঝতে পারি কেউ কারোর না!!

জীবনের প্রকৃত বন্ধু খুজে পাওয়া বেশ কঠিন আপনি জীবনের কোনো না কোনো সময় সেটি বুঝতে পারবেন যেমন একটি উদাহরণ দেই “ধরুন আপনি বর্তমানে খুব ভালো সফলতা অর্জন করেছেন এই মুহুর্তে আপনি কোনো সমস্যায় পড়লেন, আপনাকে সুবুদ্ধি দেওয়ার জন্য হাজার মানুষ আসবে ঠিক এর বিপরীত অর্থাৎ আপনি জীবনে তেমন কোনো সফলতা অর্জন করতে পারলেন না, সেই সময় আপনি কোনো সমস্যায় পড়লে আপনি বর্তমানে যাদের আপন মনে করেন তারা কোনো পরামর্শ দিবে না” এরই মাধ্যমে আমাদের জাতি সভ্য হচ্ছে একজনকে মেরে আর অন্যজনকে বাহবা দেওয়ার মাধ্যমে।

মন খারাপ এর দেশে -ফাহমিদা জুঁই

স্বাধীন জনপদের সাথেই থাকুন

সম্পর্কিত সংবাদ

স্বাস্থ্যকথা

- Advertisment -

ইসলাম