Thursday, May 2, 2024
43 C
Rajshahi
spot_img
হোমধর্মগুপ্তধনে লেখা আশ্চর্যজনক ৭ উপদেশ

গুপ্তধনে লেখা আশ্চর্যজনক ৭ উপদেশ

গুপ্তধনে লেখা আশ্চর্যজনক ৭ উপদেশ

হজরত মুসা ও খিজির আলাইহিস সালামের ঐতিহাসিক ঘটনা অনেকের জানা। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, হজরত খিজির আলাইহিস সালাম ভগ্ন দেয়ালের নিচ থেকে এতিম ছেলেদের যে সম্পদ বের করেছিলেন, তা ছিল একটি স্বর্ণের পাত। এ পাতের মধ্যে ৭টি লাইন লেখা ছিল। যা ছিল আশ্চর্যজনক উপদেশ। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি তাঁর বিখ্যাত গ্রন্থ মুনাব্বিহতে উপদেশগুলো তুলে ধরেছেন। তাহলো-

১. আমি আশ্চর্য বোধ করি ঐ ব্যক্তির জন্য যে মৃত্যুকে নিশ্চিত জেনেও কেমন করে হাসে;

২. আমার আশ্চর্য লাগে ঐ ব্যক্তির উপর, দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে জেনেও কেমন করে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়;

৩. আমি আশ্চর্যবোধ করি সেই ব্যক্তির জন্য, যে তকদিরে বিশ্বাস করার পরও কোনো জিনিস অর্জন না হলে আফসোস করে;

৪. আমার আশ্চর্য লাগে ঐ ব্যক্তির উপর, যার আখিরাতে হিসাব দেওয়ার পূর্ণ বিশ্বাস থাকা সত্ত্বেও সে ধন সম্পদ জমা করে;

৫. আমি আশ্চর্য বোধ করি ঐ ব্যক্তির উপর, যে জাহান্নামের আগুন বিশ্বাস করে, আবার গুনাহে লিপ্ত হয়;

৬. আমি আশ্চর্য বোধ করি ঐ ব্যক্তির উপর, যে আল্লাহর পরিচয় জানা সত্ত্বেও সে কেমন করে অন্য জিনিসের আলোচনা করে;

৭. (সর্বোপরি) আশ্চর্য লাগে ঐ ব্যক্তির উপর, যে বেহেশতের সুখ শান্তির কথা জানা সত্ত্বেও কি করে দুনিয়ায় শান্তির জিনিসের অন্বেষণ করে।

আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমাকে আখিরাতের বিশাল জিন্দেগির সুখ-শান্তি কামনায় দুনিয়ার জীবনে সত্য ও সঠিক পথের উপর অবিচল ও অটল থাকার তাওফিক দান করুন। আমিন।

স্বাধীন জনপদের সাথেই থাকুন

সম্পর্কিত সংবাদ

স্বাস্থ্যকথা

- Advertisment -

ইসলাম