Thursday, May 2, 2024
31.5 C
Rajshahi
spot_img
হোমআন্তর্জাতিকইসরাইলে হামলায় ইরান সফল হলে ‘যুদ্ধে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র’

ইসরাইলে হামলায় ইরান সফল হলে ‘যুদ্ধে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র’

ইসরাইলে হামলায় ইরান সফল হলে ‘যুদ্ধে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র’

ইরান ইসরাইলে হামলা চালিয়ে সফল হলে যুক্তরাষ্ট্রও সেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। বুধবার (১৭ এপ্রিল) ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমন সতর্ক বার্তা দিয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত ওই নিবন্ধে বাইডেন মূলত মার্কিন আইনপ্রণেতাদের ইসরাইল ও ইউক্রেনে সামরিক সহায়তা বিল পাসের পক্ষে টানার চেষ্টা করেছেন।

তিনি বলেন, ‘এখন বন্ধুদের পরিত্যাগ করার সময় নয়। হাউজকে (মার্কিন কংগ্রেস) অবশ্যই ইউক্রেন ও ইসরাইলের জন্য জরুরি জাতীয় নিরাপত্তা আইন পাস করতে হবে। সেই সঙ্গে গাজায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তারও ব্যাপক প্রয়োজন।’

ইরান ও ইসরাইলের চলমান সংঘাত প্রসঙ্গে বাইডেন ওই নিবন্ধে লেখেন, ‘ইরান যদি ইসরাইলের ওপর তার আক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়াতে সফল হয়, তাহলে যুক্তরাষ্ট্রও তাতে জড়িয়ে যেতে পারে। ইসরাইল মধ্যপ্রাচ্যে আমাদের সবচেয়ে শক্তিশালী অংশীদার। যদি ইসরাইলের প্রতিরক্ষা দুর্বল হয়ে যায়, তবে আমরা তার পাশে দাঁড়াব না- এমনটি ভাবাই যায় না।’

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরাইল। এতে ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। আর ওই হামলার জবাবে শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরাইলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে ইসরাইলের দাবি, এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অধিকাংশই প্রতিহত করা হয়েছে।

স্বাধীন জনপদের সাথেই থাকুন

সম্পর্কিত সংবাদ

স্বাস্থ্যকথা

- Advertisment -

ইসলাম