Sunday, May 5, 2024
29.2 C
Rajshahi
spot_img
হোমঢাকা বিভাগবইমেলা জমজমাট হলেও লিটল চত্বরে নেই দর্শনার্থীদের ভিড়

বইমেলা জমজমাট হলেও লিটল চত্বরে নেই দর্শনার্থীদের ভিড়

বইমেলা জমজমাট হলেও লিটল চত্বরে নেই দর্শনার্থীদের ভিড়

জাহিদ, নিজস্ব প্রতিনিধিঃ অমর একুশে বইমেলার আজ ১৫ তম দিন। দুপুর ৩টায় শুরু হওয়া মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশেই অবস্থান লিটল ম্যাগ চত্বরের। তবে বইমেলার অন্য সব অংশে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় থাকলেও লিটল ম্যাগ চত্বর একেবারেই ফাঁকা।

বৃহস্পতিবার (১৫ ফেরুয়ারি) বিকেলে সরেজমিনে লিটল ম্যাগ চত্বর ঘুরে দেখা যায়, ক্রেতা-দর্শনার্থীদের ভিড় নেই মেলার এ অংশে। যদিও বিক্রয় প্রতিনিধিরা বলছেন, মেলার অন্য অংশ থেকে বরাবরই এ অংশে ভিড় কম থাকে।

দোলন প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি আফরোজা আক্তার বলেন, শুক্রবার ও শনিবার বইয়ের বিক্রি বেশি হয়। আজ লোকজন আসেনি। এখন পর্যন্ত একটা বইও বিক্রি হয়নি।

নান্দনিক প্রকাশনীর বিক্রয় কর্মী সুদীপ্ত মাহমুদ বলেন, বিক্রি কম। ক্রেতাও আসে না। আজকে মেলা শুরুর পর থেকে একটি বইও বিক্রি হয়নি। আমাদের স্টলে ৩০টির মতো বই আছে। ক্রেতার পরিমাণ কম হওয়ার কারণে অলস সময় পার করতে হচ্ছে।

লিটল ম্যাগ চত্বরের পাশ দিয়ে হেঁটে যাওয়া মেলায় আসা দর্শনার্থী মিনহাজ তালুকদার বলেন, বইমেলার অন্য সব স্টলে ভিড় থাকলে লিটল ম্যাগ চত্বরে তেমন ভিড় দেখা যায় না৷ অনেকে জানে না এ চত্বরে কী ধরনের বই পাওয়া যায়। সম্ভবত এ কারণেই এ অংশে তেমন ভিড় থাকে না।

স্বাধীন জনপদের সাথেই থাকুন

সম্পর্কিত সংবাদ

স্বাস্থ্যকথা

- Advertisment -

ইসলাম