Sunday, May 5, 2024
29.2 C
Rajshahi
spot_img
হোমখেলাধুলাবিশ্বের ‘সবচেয়ে সুন্দরী’ ফুটবলারের চোখে মেসি নন, রোনালদোই সেরা

বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী’ ফুটবলারের চোখে মেসি নন, রোনালদোই সেরা

বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী’ ফুটবলারের চোখে মেসি নন, রোনালদোই সেরা

আনা মারিয়া মারকোভিচ—ক্রোয়াট এই নারী ফুটবলার পরিচিত ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী’ ফুটবলার হিসেবে। লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো—তাঁর দৃষ্টিতে সর্বকালের সেরা ফুটবলার কে! উত্তরে তিনি আর্জেন্টাইন তারকার চেয়ে এগিয়ে রাখছেন পর্তুগিজ তারকাকেই।

একটি ব্রিটিশ টেলিভিশন অনুষ্ঠানে মারকোভিচকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁর দৃষ্টিতে সর্বকালের সেরা ফুটবলার কে (গ্রেটেস্ট অব অলটাইম)। উত্তরে তিনি জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। মেসিকে এই জায়গায় তিনি রোনালদোর পেছনেই রেখেছেন।

রোনালদোকে কেন তিনি সর্বকালের সেরা বলছেন, ব্যাখ্যা দিয়েছেন মারকোভিচ, ‘মেসি দারুণ ফুটবলার। অন্যতম সেরা। কিন্তু আমার পক্ষপাত রোনালদোর দিকে। এর কারণ আছে, সেটা তাঁর শৃঙ্খলাবোধ। তিনি তাঁর সর্বস্ব দিয়ে খেলেন, সর্বস্ব দিয়ে প্রস্তুতি নেন।’

নিজ দেশের লুকা মদরিচ মারকোভিচের কাছে আদর্শ ফুটবলার, ‘লুকা আমার আদর্শ। সে ক্রোয়েশিয়ার বড় সম্পদ। নারী ফুটবলারদের মধ্যে অনেককেই ভালো লাগে। তবে রোমানা বাচমান আমার সবচেয়ে প্রিয়।’

বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী’ ফুটবলারের চোখে মেসি নন, রোনালদোই সেরা
বর্তমানে সুইস ক্লাব গ্রাসহোপারসে খেলছেন মারকোভিচ -টুইটার

বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলার—এই তকমায় খুব গর্ববোধ করেন না মারকোভিচ। তিনি তাঁর চেহারার চেয়ে খেলা দিয়েই পরিচিত হতে চান, ‘অনেকেই আমাকে সুন্দরী ফুটবলার বলেন। তাঁরা আমার চেহারার প্রশংসা করেন। কিন্তু আমি ফুটবলার হিসেবেই পরিচিত হতে চাই। ভালো খেলোয়াড় হতে চাই। সুন্দরী ফুটবলার বললে ভালো লাগে, কিন্তু আমি তো দিনের শেষে একজন খেলোয়াড়।’

মারকোভিচ ক্রোয়েশিয়া নারী দলের হয়ে অভিষিক্ত হয়েছেন ২০২১ সালে। এখন পর্যন্ত ৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ১টি। পেশাদার ফুটবলে তাঁর অভিষেক ২০১৭-১৮ মৌসুমে। প্রথম ক্লাব সুইজারল্যান্ডের এফসি জুরিখ। এরপর তিনি নাম লেখান গ্রাসহোপারসে। এই ক্লাবের হয়ে এরই মধ্যে ৫০টি পেশাদার ম্যাচ খেলে ফেলেছেন তিনি।

স্বাধীন জনপদের সাথেই থাকুন

সম্পর্কিত সংবাদ

স্বাস্থ্যকথা

- Advertisment -

ইসলাম