Thursday, April 18, 2024
35.4 C
Rajshahi
spot_img
হোমরাজশাহী বিভাগনা ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী

না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী

না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী

না ফেরার দেশে চলে গেলেন রাজশাহী মতিহার থানাধীন ধরমপুর পূর্বপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী (৬৭)। মঙ্গলবার রাত্রী পৌনে ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

লিয়াকত আলী মৃতঃ খবির উদ্দিন এর ছেলে ।

এর আগে রবিবার (১৪ জানুয়ারী) নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, তিনি মহান স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

আজ দুপুর ২ টায় স্থানীয় খোজাপুর গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা নামাজ শেষে খোজাপুর কবরস্থানে দাফন করা হবে।

স্বাধীন জনপদের সাথেই থাকুন

সম্পর্কিত সংবাদ
- Advertisment -

আজকের আবহাওয়া

Rajshahi
few clouds
35.4 ° C
35.4 °
35.4 °
13 %
2.3kmh
20 %
Thu
42 °
Fri
44 °
Sat
45 °
Sun
46 °
Mon
45 °

স্বাস্থ্যকথা

ইসলাম