Tuesday, April 23, 2024
35 C
Rajshahi
spot_img
হোমরাজশাহী বিভাগতানোরে বিড়ি খাওয়ার টাকা না দেয়ায় নানীকে হত্যা

তানোরে বিড়ি খাওয়ার টাকা না দেয়ায় নানীকে হত্যা

তানোরে বিড়ি খাওয়ার টাকা না দেয়ায় নানীকে হত্যা

রাজশাহীর তানোরে বিড়ি খাওয়ার টাকা না দেয়ায় নানীকে পিটিয়ে হত্যা করেছে এক নাতি।

রোববার দুপুরে ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার কলমা ইউপির গোদামারী আদিবাসী পাড়ায়।

হত্যার স্বীকার নানির নাম সোনা সরেন (৭৩)। তিনি তানোর উপজেলার কলমা ইউপির গোদামাড়ী আদিবাসী পাড়ার মৃত সরেন টুডুর স্ত্রী। ঘাতকের নাম ইসমাইল সরেন (২৪) তিনি একই বাড়িতে বসবাস কারা জিতু সরেনের পুত্র।

পুলিশ ও প্রতিবেশীসহ নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে নাতি ইসমাইল সরেন তার নানি সোনা সরেনের কাছে খাওয়ার জন্য প্রথমে বিড়ি চায়। বিড়ি নাই জানালে নাতি তার নানির কাছে বিড়ি কেনার টাকা চায়।

টাকাও নাই জানালে নানি নাতির মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নাতি তার বয়স্ক নানিতে কিল ঘুসি চড় থাপ্পড় ও লাথি মারার একপর্যায়ে নানির কাছে থাকা লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই নানির মৃত্যু হয়।

ঘটনার পর রোববার রাতে পরিবারের পক্ষ থেকে গোপনে মৃতের লাশ সৎকারের প্রস্তুতি চলছিলো। এ সময় খবর পেয়ে তানোর থানা পুলিশ রাতেই মৃতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং সোমবার সকালে ঘাতককে আটক করা হয়।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম বলেন, এ ঘটনায় তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘাতক নাতিকে গ্রেপ্তার ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

স্বাধীন জনপদের সাথেই থাকুন

সম্পর্কিত সংবাদ

স্বাস্থ্যকথা

- Advertisment -

ইসলাম