Tuesday, April 23, 2024
35 C
Rajshahi
spot_img
হোমরাজশাহী বিভাগনগর নিরাপত্তায় আরএমপি'র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক মেয়র

নগর নিরাপত্তায় আরএমপি’র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক মেয়র

নগর নিরাপত্তায় আরএমপি'র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক মেয়র

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন আরএমপি’র নির্মানাধীন সদরদপ্তরে অবস্থিত আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট, অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার (সিসি টিভি) ও ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রম পরিদর্শন করেছেন।

নগর নিরাপত্তায় আরএমপি'র বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক মেয়র

মঙ্গলবার দুপুর ২টায় মহানগরীর সিএন্ডবির মোড়ে সদরদপ্তর পরিদর্শন করেন তিনি।

এ সময় আরএমপি’র বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন রাজশাহী মেট্রোপলিপটন পুলিশেরপুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।

রাসিক মেয়র নগরীর নিরাপত্তায় ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ কমিশনারের এ সকল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

স্বাধীন জনপদের সাথেই থাকুন

সম্পর্কিত সংবাদ

স্বাস্থ্যকথা

- Advertisment -

ইসলাম