Tuesday, April 23, 2024
35 C
Rajshahi
spot_img
হোমবিনোদনএবার আমেরিকা যাচ্ছেন পূজা চেরি, যাবেন শাকিবও

এবার আমেরিকা যাচ্ছেন পূজা চেরি, যাবেন শাকিবও

এবার আমেরিকা যাচ্ছেন পূজা চেরি, যাবেন শাকিবও

দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সম্প্রতি জুটি বেঁধে অভিনয় করেন বর্তমান সময়ের চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমাটির শুটিংয়ের সুবাদে দীর্ঘদিন একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছেন তারা; তৈরি হয়েছে সখ্যতা। তবে এটাকে এখনই প্রেম বলা সমীচীন হবে না!

এর কিছুদিন পরেই খবর রটে-পূজা চেরি যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখানে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় সিনেমার শুটিং করতে যাচ্ছেন তিনি।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত চলচ্চিত্রের একজন প্রযোজক পূজা চেরিকে নেওয়ার জন্য দৌড়ঝাপ শুরু করেছেন। সে যাত্রায় পূজা যুক্তরাষ্ট্রের ভিসা পাননি।

এবার একাধিক সূত্র বলছে, ‘পূজা চেরি আমেরিকার ভিসা পেয়েছেন।’

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একাধিবার পূজার মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেবেন শাকিব খান। একই মাসে পূজাও দেশটিতে যেতে পারেন বলে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছেন।

স্বাধীন জনপদের সাথেই থাকুন

সম্পর্কিত সংবাদ

স্বাস্থ্যকথা

- Advertisment -

ইসলাম